ধাতুরূপ একাদশ শ্রেণির সংস্কৃত দ্বিতীয় সেমিস্টার

ধাতুরূপ : একাদশ শ্রেণির সংস্কৃত দ্বিতীয় সেমেস্টারের ব্যাকরণ অংশে রয়েছে ধাতুরূপ। সিলেবাসের অন্তর্ভুক্ত ধাতুগুলির রূপ এখানে দেওয়া হয়েছে।

দৃশ্‌, স্থা, শ্রু এবং দা ধাতুর রূপ এখানে উল্লিখিত হলো।

ধাতুরূপ একাদশ শ্রেণির সংস্কৃত দ্বিতীয় সেমিস্টার 2nd Semester

ধাতুবিভক্তি যুক্ত হয়ে তবে ক্রিয়া পাওয়া যায়

সংস্কৃতে লট্‌ . লৃট . লঙ্‌ এইরকম দশটি ল-কার রয়েছে

প্রত্যেকটি ল-কার এর সূত্র রয়েছে পরস্মৈপদী ও আত্মনেপদী ভেদে। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে উল্লিখিত তিনটি ল-কার রয়েছে। প্রথমে এগুলির সূত্র দেখে নেওয়া যাক।

আরো পড়ুন :  বিংশ শতকের ইউরোপ প্রশ্ন উত্তর, Class 9 history, Q&A
লট্‌ (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনতিসিমি
দ্বিবচনতস্‌ (তঃ)থস্‌ (থঃ)বস্‌ (বঃ)
বহুবচনঅন্তিমস্‌ (মঃ)
লৃট্‌ (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনস্যতিস্যসিস্যামি
দ্বিবচনস্যতস্‌ (তঃ)স্যথস্‌ (থঃ)স্যাবস্‌ (বঃ)
বহুবচনস্যন্তিস্যথস্যামস্‌ (মঃ)
লঙ্‌ (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনস্‌অম্‌
দ্বিবচনতাম্‌তম্‌
বহুবচনঅন্‌

 

দৃশ্‌-ধাতু, দেখা

লট্‌ (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনপশ্যতিপশ্যসিপশ্যামি
দ্বিবচনপশ্যতঃপশ্যথঃপশ্যাবঃ
বহুবচনপশ্যন্তিপশ্যথপশ্যামঃ
লৃট্‌ (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনদ্রক্ষ্যতিদ্রক্ষ্যসিদ্রক্ষ্যামি
দ্বিবচনদ্রক্ষ্যতঃদ্রক্ষ্যথঃদ্রক্ষ্যাবঃ
বহুবচনদ্রক্ষ্যন্তিদ্রক্ষ্যথদ্রক্ষ্যামঃ
লঙ্‌ (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনঅপশ্যৎঅপশ্যঃঅপশ্যম্‌
দ্বিবচনঅপশ্যতাম্‌অপশ্যতম্‌অপশ্যাব
বহুবচনঅপশ্যন্‌অপশ্যতঅপশ্যাম

স্থা-ধাতু, থাকা

লট্‌ (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনতিষ্ঠতিতিষ্ঠসিতিষ্ঠামি
দ্বিবচনতিষ্ঠতঃতিষ্ঠথঃতিষ্ঠাবঃ
বহুবচনতিষ্ঠন্তিতিষ্ঠথতিষ্ঠামঃ
লৃট্‌ (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনস্থাস্যতিস্থাস্যসিস্থাস্যামি
দ্বিবচনস্থাস্যতঃস্থাস্যথঃস্থাস্যাবঃ
বহুবচনস্থাস্যন্তিস্থাস্যথস্থাস্যামঃ
লঙ্‌ (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনঅতিষ্ঠৎঅতিষ্ঠঃঅতিষ্ঠম্‌
দ্বিবচনঅতিষ্ঠতাম্‌অতিষ্ঠতম্‌অতিষ্ঠাব
বহুবচনঅতিষ্ঠন্‌অতিষ্ঠতঅতিষ্ঠাম

দা-ধাতু, দান করা

লট্‌ (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনযচ্ছতিযচ্ছসিযচ্ছামি
দ্বিবচনযচ্ছতঃযচ্ছথঃযচ্ছাবঃ
বহুবচনযচ্ছন্তিযচ্ছথযচ্ছামঃ
লৃট্‌ (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনদাস্যতিদাস্যসিদাস্যামি
দ্বিবচনদাস্যতঃদাস্যথঃদাস্যাবঃ
বহুবচনদাস্যন্তিদাস্যথদাস্যামঃ
লঙ্‌ (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনঅযচ্ছৎঅযচ্ছঃঅযচ্ছম্‌
দ্বিবচনঅযচ্ছতাম্‌অযচ্ছতম্‌অযচ্ছাব
বহুবচনঅযচ্ছন্‌অযচ্ছতঅযচ্ছাম

শ্রু-ধাতু, শ্রবণ করা, শোনা

লট্‌ (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনশৃণোতিশৃণোষিশৃণোমি
দ্বিবচনশৃণুতঃশৃণুথঃশৃণুবঃ
বহুবচনশৃণ্বন্তিশৃণুথশৃণুমঃ
লৃট্‌ (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনশ্রোষ্যতিশ্রোষ্যসিশ্রোষ্যামি
দ্বিবচনশ্রোষ্যতঃশ্রোষ্যথঃশ্রোষ্যাবঃ
বহুবচনশ্রোষ্যন্তিশ্রোষ্যথশ্রোষ্যামঃ
লঙ্‌ (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তমপুরুষ
একবচনঅশৃণোৎঅশৃণোঃঅশৃণবম্‌
দ্বিবচনঅশৃণুতাম্‌অশৃণুতম্‌অশৃণুব
বহুবচনঅশৃণ্বন্‌অশৃণুতঅশৃণুম

Leave a Comment

error: Content is protected !!