সংস্কৃত গীতিকাব্য কালিদাসের মেঘদূত কাব্য মূল্যায়ন

কালিদাসের মেঘদূত কাব্য : সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি কালিদাসের অনন্য সৃষ্টি মেঘদূত।

মেঘদূতের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ লেখা দেওয়া হলো।

সংস্কৃত গীতিকাব্য হিসেবে মেঘদূতের মূল্যায়ন, কালিদাসের মেঘদূত কাব্য


‘মেঘদূতম্’ মহাকবি কালিদাসের অপূর্ব সৃষ্ট গীতিকাব্য। কবিচিত্তের তীব্র বিরহবেদনা যেন ভাষায় মূর্ত হয়ে উঠেছে এই কাব্যে। মন্দাক্রান্তা ছন্দে লেখা প্রায় ১১৮টি শ্লোকে রচিত প্রেমমূলক কাব্যটি ‘পূর্বমেঘ’ ও ‘উত্তরমেঘ’ নামক দুটি অংশে বিভক্ত। 

কাহিনি—পূর্বমেঘ-এ বর্ণিত হয়েছে এক যক্ষের রামগিরি আশ্রমে এক বছরের জন্য নির্বাসন দণ্ডে দণ্ডিত হওয়া। সেখানে প্রিয়া বিরহে কাতর যক্ষ আকুল হৃদয়ে মেঘের কাছে মিনতি জানালেন – দূতরূপে সে যেন কুশল সংবাদ বহন করে নিয়ে যায় অলকাপুরীতে বিরহিণী যক্ষপ্রিয়ার কাছে। রামগিরি থেকে অলকাপুরা পর্যন্ত সমস্ত পথের সুদীর্ঘ বর্ণনাও রয়েছে।

আরো পড়ুন :  অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের বিষয়বস্তু ও কালিদাসের নাট্যবৈশিষ্ট্য, Class 12 Sanskrit

উত্তরমেঘ উত্তরমেঘের পটভূমি অলকা। অলকাপুরী সৌন্দর্যের লীলানিকেতন। উত্তরমেঘের বর্ণনায় যক্ষপ্রিয়ার অপরূপ রূপলাবণ্য ও অন্তর্বেদনার চিত্র ফুটে উঠেছে। শেষপর্যন্ত বিরহ দুঃখে, মিলনের পূর্বাভাস সূচনা করে ‘মেঘদূতম্’ কাব্যের পরিসমাপ্তি ঘটে। 

গীতিকাব্য হিসেবে মেঘদূত—‘মেঘদূত’ কাব্যের বিশিষ্টতা নিচে উল্লেখিত হলো—

  •  এই কাব্যে রয়েছে কবিহৃদয়ের সুতীব্র বিরহবেদনা এবং প্রিয়তমার সঙ্গে মিলনের গভীর ব্যাকুলতা।
  • মানুষের স্বপ্ন, বেদনা, কামনা কাব্যের শ্লোকে শ্লোকে বর্ণিত হয়েছে।
  • বিচ্ছেদের আগুনে পুড়িয়ে প্রেমের বিশিষ্টতা দেখানো হয়েছে।
  • অপূর্ব ছন্দের দোলায় পাঠকহৃদয় দোলায়িত হয়। 
আরো পড়ুন :  HS Political Science Suggestion 2025, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সাজেশান ২০২৫

মূল্যায়ন—দেশ বিদেশের নানা ভাষায় এই কাব্যটি অনূদিত হয়েছে। জার্মান কবি গ্যেটে এই কাব্যের পাঠে মুগ্ধ হয়েছেন। রসে গভীরতায়, ভাষা ও ছন্দের মাধুর্যে ‘মেঘদূত’ বিশ্বসাহিত্যে অতুলনীয়।


দ্বাদশ শ্রেণির সংস্কৃত থেকে অন্যান্য লেখা

Leave a Comment

error: Content is protected !!